Post Title List
*কম্পিউটার যেভাবে আবিষ্কার হল
যুগে যুগে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের চেষ্ঠা ও সাধনার ফলে আজকের আধুনিক কম্পিউটার আবিষ্কৃত হয়েছে।তবে কম্পিউটার সংগঠনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হাওয়ার্ড এইচ আইকেন-কে কম্পিউটারের আবিষ্কার বলা হয় এবং আধুনিক কম্পিউটারের মৌলিক রুপরেখা তৈরী করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক চার্লজ ব্যাবেজ (Charles Babbage) ১৮৩৩ সালে তিনি পূর্ব প্রজন্মের সকল যন্ত্রগণকের জন্য স্মৃতিভান্ডারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে “আনালিটিক্যাল” নামক একটি যন্ত্র তৈরীর পরিকল্পনা করেন।
বিভিন্ন কারনে তার এই প্রচেষ্ঠা বাস্তব রুপদানে সমর্থ না হলেও এ পরিকল্পনার উপর ভিত্তি করেই আজকের কম্পিউটার আবিষ্কৃত হয়েছে।একারনে চার্লস ব্যাবেজ’কে কম্পিউটার এর জনক বা আদিপিতা বলা হয়।