Computer একটি ল্যাটিন শব্দ Computaer থেকে এসেছে।Computaer শব্দের অর্থ গণনা করা । এ থেকেই বোঝা যায় কম্পিটার একটি গণনা কারী যন্ত্র। Computer হল এক ধরনের অত্যাধিক ইলেক্ট্রনিক্স যন্ত্র যার মাধ্যমে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কোন Data input হলে তা Output হিসেবে আমদেরকে নির্ভুল ফলাফল দেয়। পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাবনিকাশের কাজ করা হতো। কিন্তু বর্তমানে আধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে জটিল হিসাব নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের বিপুল পরিমান কাজ করা যায়।
কম্পিউটারের কাজ করার গতিকে ন্যানা সেকেন্ড হিসাব করা হয়।এই ন্যানা সেকেন্ড হচ্ছে ১ সেকেন্ডের একশত কোটি ভাগের ১ ভাগ মাত্র।Computer হল এক ধরনের অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স যন্ত্র, যার মধ্যে পূর্ব হতেই কিছু তথ্য সন্নিবেশিত থাকে এবং মানুষের দেয়া যৌক্তিক তথ্যের ভিত্ততিতে উহা অতি দ্রুত ও নির্ভুল ভাবে আমাদেরকে ফলাফল দেয়। যেমন ৪+৪=৮, এটাকে বলা হয় ইনপুট ডাটা ।বাংলাদেশে ১ম কম্পিউটার আসে ১৯৪৬ সালে ।