
ক্লিপিং পাথ কি?
ক্লিপিং পাথ হল একটি চিত্র থেকে প্রয়োজনীয় অংশ বাছাই এবং অপ্রয়োজনীয় অংশ অপসারণ করা।
আমরা অনেক সময় একটি নিউজপেপার থেকে আমাদের প্রয়োজনীয় অংশ কাঁচি দিয়ে কেটে বার করি বা আলাদা করি, আমরা আমাদের প্রয়োজনীয় অংশ কাজে লাগাই আর বাকি অংশ ফেলে দেই ক্লিপিং পাথ ঠিক তেমনটাই। সহজভাবে বলা যায়, ক্লিপিং পাথ একটি চিত্র যা একটি পটভূমি থেকে বাছাই করা চিত্র এবং ঐ চিত্রের নির্মিত একটি সীমারেখা।
ক্লিপিং এর মাধ্যমে একটি চিত্রের আকৃতি পরিবর্তন করা হয়।
ক্লিপিং মূল বস্তুর পটভূমি অপসারণ করার শ্রেষ্ঠ উপায়।
বস্তুর কালার ব্যাকগ্রাউন্ড মুছেফেলা হয়।
একটি চিত্রের উপর মাল্টি ক্লিপিং করা হয়।
ক্লিপিং পাথ গ্রাফিক্স ডিজাইনের একটি অংশ যা এডোবি ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে করতে হয়। খুব কম সময়ে এই ক্লিপিং পাথের কাজ শেখা যায়। ফটোশপ সফটওয়্যারের কিছু টুলস ব্যবহার করে এই কাজ করা যায়।
আমাদের দেশে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমরা সহজে কর্মস্থান গড়তে পারি। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ছাপাখানা, প্রত্রিকা ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোম্পানি, গ্রাফিক্স ডিজাইন ঘর, ফটো প্রকাশক শিল্প, অনলাইন পন্যের দোকান, সংবাদপত্র সহ অসংখ্য ক্ষেত্রে ক্লিপিং পাথের ব্যবহার রয়েছে, এজন্য অর্থ উপার্জন করা কঠিন হবে না। এছাড়া আমরা অনলাইনের মাধ্যমে আউট সোর্সিং করতে পারি।
উদ্দেশ্য বা লক্ষ্যঃ
আমাদের দেশে উন্নত মানের এক্সপার্ট গ্রাফিক্স (Clipping Expert) ডিজাইনার তৈরি করা।
গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বেকারত্ব দূর করা এবং অর্থ উপার্জন করা।
আউটসোর্সিং এর সঠিক ব্যাবহার বাস্তব জীবনে কাজে লাগানো।
সঠিক গায়েডলাইনের মাধ্যমে অনলাইন মার্কেট প্লেস এ ভাল জায়গা কারে দেওয়া।
ক্লিপিংপাথ এর প্রতিষ্ঠান তৈরি করা।
Best Clipping Expert Service Provider https://clippingexpertzone.com