
করোনা ভাইরাসের দোয়া বাংলা
করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া বাংলা

৩ মার্চ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মাওলানা মিজানুর রহমান আজহারী এ পরামর্শ দেন।
ওই স্ট্যাটাসে তিনি লেখেন, প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।
اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।
বাংলা অর্থ:
হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।
[সুনান আবু দাউদ]
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ
(তিরমিজি)
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।
অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন কোনো এলাকায় মহামারি (সংক্রামক ব্যাধি) ছড়িয়ে পড়ে তখন যদি তোমরা সেখানে থাকো, তাহলে সেখান থেকে বের হবে না। আর যদি তোমরা বাইরে থাকো তাহলে তোমরা আক্রান্ত এলাকায় যাবে না।’ (বুখারি ও মুসলিম)
(করোনা ভাইরাসের দোয়া বার বার পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন )
আজকে বাংলাদেশে করোনা ভাইরাসের খবর
আজকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সর্বশেষ খবর
Worldwide Total Coronavirus News
Coronavirus Live Map
আজকের/প্রতিদিনের করোনা ভাইরাসের খবর পেতে আমাদে এ পেজে থাকুন এবং আপনার পরিবার তথা বন্ধু বান্ধবদের কাছে পেইজটি শেয়ার করবেন। আল্লাহ আপনাদের সকলকেই করোনা ভাইরাস থেকে মুাক্তি দিন। আমরাও আপনাদের কাছে দোয়া প্রার্থী। করোনা ভাইরাস সম্পর্কে আপডেট খবর পেতে কাজী আইটি জোন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন facebook.com/kaziitzone.
করোনা ভাইরাসের দোয়া স্বরণ/ মুখস্থ না হলে নিচে কমেন্ট করুন।